ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার উদ্যেগে প্রতি বছরের ন্যায় এবার ও অর্ধশতাধিক নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫ এপ্রিল বিকেল ৩ টায় সংগঠনের খন্তার হাট কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা মাওলানা মুনসুরুল হক জিহাদী। সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাইনউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, জাতীয় ওলামা মাশায়েক সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ও উত্তর আগ্রবাদ জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম পাটোয়ারী বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সহ সভাপতি সাইফুল ইসলাম,ও হাফেজ মুহিব উল্ল্যাহ,মাওলানা সানাউল্ল্যাহ, মুফতি হুসাইন, হাফেজ ইসমাইল, ও আবদুর রহমান প্রমুখ।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















