প্রথম ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে মো. গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে পদ্মফুল প্রতীক নিয়ে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত) মো. জসিম উদ্দিন জানান, সর্বমোট ৯২টি কেন্দ্রের চুড়ান্ত ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ মঞ্জু দোয়াত-কলম প্রতীকে ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকে মো. জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি পেয়েছেন ৫৪ হাজার ৭৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার হাঁস প্রতীকে ৮ হাজার ৮০৯ ভোট পেয়েছেন এবং ফুটবল প্রতীকে ৫ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন হামিদা আক্তার।
প্রসঙ্গত, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু ১৯৯২ সালে ছাত্রলীগের রাজনীতিতে জড়ান। ২০০৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন সভাপতি। বর্তমানে দ্বিতীয় মেয়াদেও তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজু চৌধুরীর বাবা মরহুম দিদারুল আলম চৌধুরীও ছিলেন বাঁশবাড়িয়ার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহম্মেদ চৌধুরীর ভাগিনা ও ব্যক্তিগত সহকারী।