হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (টিউবওয়েল) ব্যারিষ্টার মো.আশরাফ উদ্দীন জীবন বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ভ প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১ শ ২৩ ভোট।
বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৩ হাজার ৭ শ ৪২ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া সনিক কমিউনিকেশন এবং পৌরসদরের ক্যাফে হামিদা হোটেল ও ইজি ট্রাভেল এন্ড ট্যুরিজম এর পরিচালক ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন পৌরসভার ৩ নং ওয়াডস্থ পূর্ব দেওয়াননগরস্থ মরহুম নুরুল আলম সওদাগরের দ্বিতীয় পুত্র।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে আসাছিলেন।
এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পর উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন এর সমর্থকরা একটি বিশাল আনন্দ মিছিল বের করে সদর বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় টিউবওয়েল, আশরাফ ধ্বনিতে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
সহকারী রিটার্নিং ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান একুশে পত্রিকাকে জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।
এ উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ, ৫৭ হাজার, ৪ শ ৪৮ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬শ ৪৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৮ শ ৫ জন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।