হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী ইউপি চেয়ারম্যান নুরুল আবছার শপথ গ্রহন করেছেন।
সোমবার (০৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামা তাকে শপথ বাক্য পাঠ করান।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চুর মৃত্যু জনিত কারনে পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং চলতি বছরের গত ২৮ এপ্রিল রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 



















