রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় মো. আবদুল মালেক (৩৮) নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ব্রহ্মোত্তর গ্রামে এই ঘটনা ঘটে। আহত আবদুল মালেক ব্রহ্মোত্তর উত্তর পাড়ার শহর মুল্লুক বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাকে ঢাকা নিয়ে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থার পরামর্শন দেন। অন্যথায় তার প্রাণহানির মতো ঘটনার আশংকা করছেন বলে জানিয়েছেন স্বজনরা।
অভিযুক্তরা হলেন একই এলাকার জেবর মুল্লুকের ছেলে ছালামত উল্লাহ (৪০) ও রহমত উল্লাহ (৩৭) এবং হাবিব উল্লাহ’র ছেলে আহসান উল্লাহ (২১) সহ আরও কয়েকজন। তারা হাতুরীসহ লোহার রড, বাঁশের লাঠি, কাঠের ডাসা হাতে ভবন নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং এই ঘটনা ঘটান। তবে জানতে চাইলে অভিযুক্তরা এই ঘটনা অস্বীকার করেন। শুধুমাত্র ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এবং এর অনেক পরে স্ট্রোক করেছে বলে জানান তারা। এতে তাদের দায় নেই বলেও দাবী করেন।
তবে ভুক্তভোগীদের দাবী তারা পরিকল্পীতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে তারা কৌশলে দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।
বিবাদী রহমত উল্লাহ জানান, তারা সম্পর্কে আমাদের চাচাতো ভাই। তবে তিনি আর কোন বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই হেবজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, বাদী বিবাদীদের মধ্যে সীমানা সংক্রান্ত জামেলা রয়েছে। বিষয়টি আরো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।