হাটহাজারীতে দিন দুপুরে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে আটটার দিকে বাড়ির মালিক প্রবাসী আতাউল চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একইদিন কোনো এক সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৬নং ওয়াডস্থ মুছার দোকান এলাকার হাজী সোলাইমানের বাড়ী সংলগ্ন মুজাম্মেল ও আতাউল এর ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী প্রবাসী আতাউল জানান, আজ শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে আমান বাজার বেড়াতে যায়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়িতে আসলে দেখি বাড়ির কলাপসিবল গেইট এবং ঘরের দরজা খোলা। তারপর রুমে প্রবেশ করে দেখি জিনিসপত্র, আলমারি খোলা। রক্ষিত টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্র। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াকুব চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানতে চাইলে ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান রাত সাড়ে আটটার দিকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি খবর নিয়ে দেখছি।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার খবর পায়নি। আর অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।