চট্টগ্রাম 10:39 am, Saturday, 5 July 2025

Human25 কৃষক গ্রুপের কাছে প্যাকেজিং মেশিন হস্তান্তর করলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা

এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য পিঠা, মাছ- মাংস, ফল সবজি আচার প্যাকেজিং করা যাবে। সন্দ্বীপে প্রথমবারের মত একটি অত্যাধুনিক ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন আনা হয়েছে। কৃষি বিপনণ অধিদপ্তরের বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় এই মেশিনটি সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেশিনটি আনুষ্ঠানিকভাবে Human 25 কৃষক গ্রুপের কাছে হস্তান্তর করেন সন্দ্বীপের সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য প্যকেটজাত করা যাবে। ভ্যাকুয়াম মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্যাকেটজাত করার সময় প্যাকেটের ভিতর থেকে সব বাতাস বের করে নেয়া হয়। যার ফলে প্যাকেটের ভিতরের খাবারের গুনগতমান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অক্ষুন্ন থাকবে।

এই মেশিনের সাহায্যে ফুডগ্রেড প্যাকেট ও এলুমিনিয়াম ফয়েল প্যাকেটে যে কোন ধরনের রান্না ও ভাজা খাবার, মাছ, মাংস, ফলমূল, শবজি, আচার, পিঠা-ফুলি ও পায়েস প্যাকেজিং করা যাবে। ধরন ও মান অনুযায়ী এসব খাবার দুই সপ্তাহ থেকে দুইমাস পর্যন্ত ভালো থাকবে বলে মেশিনের ক্যাটালগে কোম্পানীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রামসহ দেশ- বিদেশে আত্মীয় স্বজনের কাছে যারা খাবার পাঠান এই প্যাকেজিং মেশিন তাদের জন্য যথেষ্ট উপকারী হবে। এক সাথে সর্বোচ্চ এক কেজি প্যাকেট করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ,সুন্নত ছড়িয়ে দিতে চাই’- হাটহাজারীতে ধর্ম উপদেষ্টা 

Human25 কৃষক গ্রুপের কাছে প্যাকেজিং মেশিন হস্তান্তর করলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা

Update Time : 08:05:12 pm, Friday, 5 July 2024

এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য পিঠা, মাছ- মাংস, ফল সবজি আচার প্যাকেজিং করা যাবে। সন্দ্বীপে প্রথমবারের মত একটি অত্যাধুনিক ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন আনা হয়েছে। কৃষি বিপনণ অধিদপ্তরের বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় এই মেশিনটি সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেশিনটি আনুষ্ঠানিকভাবে Human 25 কৃষক গ্রুপের কাছে হস্তান্তর করেন সন্দ্বীপের সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।এই মেশিনে যে কোন ধরনের খাদ্যদ্রব্য প্যকেটজাত করা যাবে। ভ্যাকুয়াম মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্যাকেটজাত করার সময় প্যাকেটের ভিতর থেকে সব বাতাস বের করে নেয়া হয়। যার ফলে প্যাকেটের ভিতরের খাবারের গুনগতমান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অক্ষুন্ন থাকবে।

এই মেশিনের সাহায্যে ফুডগ্রেড প্যাকেট ও এলুমিনিয়াম ফয়েল প্যাকেটে যে কোন ধরনের রান্না ও ভাজা খাবার, মাছ, মাংস, ফলমূল, শবজি, আচার, পিঠা-ফুলি ও পায়েস প্যাকেজিং করা যাবে। ধরন ও মান অনুযায়ী এসব খাবার দুই সপ্তাহ থেকে দুইমাস পর্যন্ত ভালো থাকবে বলে মেশিনের ক্যাটালগে কোম্পানীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রামসহ দেশ- বিদেশে আত্মীয় স্বজনের কাছে যারা খাবার পাঠান এই প্যাকেজিং মেশিন তাদের জন্য যথেষ্ট উপকারী হবে। এক সাথে সর্বোচ্চ এক কেজি প্যাকেট করা যাবে।