হাটহাজারী থেকে প্রায় ১২ ফুট র্দৈঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা।
শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার সকালের দিকে স্থানীয়রা গাছের মধ্যে একটি সাপ দেখতে পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সমন্বয়ক রাকিব কে খবর দিলে সে ঘটনাস্থলে গিয়ে সুকৌশলে সাপটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। স্থানীয়রা জানান টানা বৃষ্টির কারনে পাহাড়ি ঢলের সাথে গহীন বন থেকে সাপটি লোকালয়ে এসে পড়ে থাকতে পারে।
রেসকিউ টিমের সমন্বয়ক উদ্ধারকারী রাকিব শুক্রবার সন্ধ্যার দিকে জানান, উদ্দার করা অজগর সাপটির ওজন প্রায় ১২ কেজির মতো। বন বিভাগের সাথে কথা বলেছি, আজকেই ওটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার করা অজগরটি নিয়ে রেসকিউ টিমের রাকিব ফরেস্ট অফিসে আসছেন, এটাকে গহীন অরন্যে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। এবং উপজেলার কোথাও সাপসহ যে কোন বন্যপ্রাণী উদ্ধার হলে তা ফরেস্ট বিটকে অবহিত করার আহবান জানান তিনি।