মায়েদের নরমাল ডেলিভারি করে দৃষ্টান্ত স্থাপন করা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১০ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে ।
রবিবার (০৭) বেলা ১২ দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্তরিকতায় ফলে হাসপাতালে সেবা নিতে আসা গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারি করাতে দিন দিন আগ্রহী হয়ে উঠছে। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার মিরেরখীল এলাকার রেশমী আকতারের একটি কন্যা শিশু সন্তান, বুলবুলি পাড়ার তাসলিমা আকতারের একটি পুত্র শিশু সন্তান, চন্দ্রপুরের সালমা আক্তারের একটি কন্যা শিশু সন্তান, আলীপুর গ্রামের মুক্তা মনির একটি পুত্র শিশু সন্তান, গুমাণমর্দ্দন ইউনিয়নের গৃহবধূ জান্নাতের একটি কন্যা শিশু সন্তান, মির্জাপুর ইউপির সানজু আক্তারের একটি পুত্র শিশু সন্তান, চারিয়ার মনু আক্তারের একটি পুত্র শিশু সন্তান,পূর্ব মেখলের রাশেদা বেগমের একটি কন্যা শিশু সন্তান, উত্তর মেখলের রাসু আক্তারের একটি কন্যা শিশু সন্তান, ফতেয়াবাদ এলাকার পূর্ব ছড়ারকুল এলাকার আসমা আক্তারের একটি পুত্র সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম গ্রহন করে।
চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে এ হাসপাতালে এ উপজেলা ছাড়াও আশেপাশের উপজেল থেকে আগত সেবাপ্রার্থীদের সেবা দিচ্ছেন। যার কারনে হাসপাতালে এসে নরমাল ডেলিভারি করানোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের উদ্যোগ সফলতা লাভ করেছে। এখানে হাসপাতালের সবাই মিলে নিরাপদ প্রসবের জন্য কাজ করেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা রয়েছে এই হাসপাতালে। ডেলিভারি পরবর্তী বাচ্চাদের যত্ন নেয়ার বিষয়ে অভিভাবকদের সচেতনও করা হয় এখানে। ফলে রোগীরা হাসপাতালের সেবায় সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যায়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ববতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা এবং পরমার্শ দেওয়া হয়। যার ফলে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। আশা করছি দিন দিন নরমাল ডেলিভারি সংখ্যা আরও বৃদ্ধি পাবে।