চট্টগ্রাম 2:59 am, Sunday, 13 July 2025
১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

রাঙ্গুনিয়ায় স্কুলে ৫’শ বৃক্ষরোপণ করল তিন শতাধিক শিশু

রাঙ্গুনিয়ায় পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক বৃক্ষ রোপণ করেছে তিন শতাধিক শিশু। সোমবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ জাতের বৃক্ষ রোপণ করা হয়। শিশুদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং দেশের সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।

এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, ন্যাশনাল ব্যাংক রোয়াজারহাট শাখার ম্যানেজার আবদুল কাদের, কর্মকর্তা মো.ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, দিলু আক্তার, ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, নাসির উদ্দিন, লোকমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দীপংকর বড়ুয়া, আজিজুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, গাছ রোপণের জন্য শিশুদের বেশি উৎসাহিত করতে হবে। শিশুদের প্রকৃতির কাজে ফেরাতে পারলে এক দিকে যেমন ভার্চুয়াল আসক্তি কমানো যাবে, তেমনি এই প্রজন্ম বুঝতে শিখবে কীভাবে ও কেন গাছ বেশি বেশি রোপণ করা প্রয়োজন। শিশুদের শিক্ষার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে কিংবা নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ করলে তারা প্রতিদিন গাছের পরিচর্যা করবে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হবেন। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিশুদের মাঝে গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য চলতি মৌসুমে রাঙ্গুনিয়াজুড়ে ১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভা অনুষ্ঠিত

১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ

রাঙ্গুনিয়ায় স্কুলে ৫’শ বৃক্ষরোপণ করল তিন শতাধিক শিশু

Update Time : 07:24:54 pm, Monday, 15 July 2024

রাঙ্গুনিয়ায় পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক বৃক্ষ রোপণ করেছে তিন শতাধিক শিশু। সোমবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ জাতের বৃক্ষ রোপণ করা হয়। শিশুদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং দেশের সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।

এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, ন্যাশনাল ব্যাংক রোয়াজারহাট শাখার ম্যানেজার আবদুল কাদের, কর্মকর্তা মো.ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, পৌর কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, দিলু আক্তার, ব্যবসায়ী নেতা রাসেল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, নাসির উদ্দিন, লোকমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দীপংকর বড়ুয়া, আজিজুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, গাছ রোপণের জন্য শিশুদের বেশি উৎসাহিত করতে হবে। শিশুদের প্রকৃতির কাজে ফেরাতে পারলে এক দিকে যেমন ভার্চুয়াল আসক্তি কমানো যাবে, তেমনি এই প্রজন্ম বুঝতে শিখবে কীভাবে ও কেন গাছ বেশি বেশি রোপণ করা প্রয়োজন। শিশুদের শিক্ষার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে কিংবা নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ করলে তারা প্রতিদিন গাছের পরিচর্যা করবে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হবেন। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিশুদের মাঝে গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য চলতি মৌসুমে রাঙ্গুনিয়াজুড়ে ১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।