হাটহাজারীতে মাদ্রাসা ছাত্ররা কোটাবিরোধী বা কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর নির্লজ্জ হামলা ও তাদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার (১৭ জুলাই) বাদে এশা মাদ্রাসা সংলগ্ন ডাক বাংলো চত্তরে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, চলমান কোটা বিরুধী আন্দোলরত সাধারন শিক্ষার্থীদের উপর এভাবে হামলা অব্যাহত থাকলে ক্বওমি মাদরাসা শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসবে বলে হুশিয়ারী দিয়েছেন। এসময় তারা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি তিন দফা দাবী জানিয়েছেন।
দাবীগুলো হল – ১। শিক্ষার্থীদের দাবীসমূহ বিবেচনা করে কোটা পদ্ধতিকে যথাসম্ভব সংস্কার করা।
২। ২০১৩ সালের শাপলা চত্তর থেকে শুরু করে ২০২১ সালের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম এবং ২০২৪ সালে সারাদেশে যেই হারে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকান্ড চালানো হয়েছে, সংসদে আইন পাস করে এসব হামলা ও ছাত্রহত্যা নিষিদ্ধ করতে হবে।
৩। হত্যাকারী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।