হাটহাজারীতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় মৃদুল পাটোয়ারী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধলই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল পাটোয়ারী উপজেলার ধলই ইউনিয়নস্থ পশ্চিম ধলই ২নং ওয়ার্ডের হাতিমারা এলাকার সুরেশ মাস্টার বাড়ির প্রয়াত সুরেশ মাস্টার এর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে এসে উপজেলার কাটিরহাট বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে সেলসম্যান হিসেবে কাজ করতেন মৃদুল। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মৃদুল নিজের সাইকেল চালিয়ে তার কর্মস্থল ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মেম্বার খোকন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত দেড়টার দিকে নিহত মৃদুলের লাশ বাড়িতে এনে সৎকার করা হয়েছে।