চট্টগ্রাম 11:50 am, Wednesday, 6 August 2025

সন্দ্বীপে অবৈধ দোকানঘর উচ্ছেদ

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনাম নাহার মোড় ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরে ইউপি থেকে দক্ষিণে দীর্ঘদিন বিরোধ থাকা তিনটি দোকান ঘর উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

২৫ আগষ্ট রবিবার বিকেল ৪ টায় প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর ১০/১২ সদস্য, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প পরিচালক মোঃ ইসমাইল, সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন, রোর্ডছেন হাইওয়ে কর্মকর্তা নাজিম উদ্দীন।

জানা গেছে সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদ হওয়ার পিছনে ৪ শতক জমি ক্রয় করেন, পরবর্তী সময়ে তার জায়গার সামনে প্রবাবশালী কয়েকজন ঘর নির্মানে করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ও কোন প্রতিকার পাননি, জনাব জনি গত বছরের জানুয়ারি মাসে এ ঘর উচ্ছেদ করার ওয়ার্ডার নোটিশ পান।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এ জায়গায় কয়েকটি দোকান তৈরি করছিল কিছু লোকজন, এ গুলি রোর্ডচের জমির উপর, উচ্ছেদ মামলা হয়েছে, অনেকদিন ধরে এটা উচ্ছেদ করার কথা ছিল, এখানে পিছনের জায়গায় একজন লোকের জায়গা ছিল, এ জায়গাটি সে লীজ নিয়েছে সওজ থেকে, যেহেতু এটা সওজের জায়গা সেটা অলরেডি আমরা উচ্ছেদ করছি, এখানের বেশিভাগ দোকান সওজের জায়গার উপর, সরকার এগুলো পর্যায় ক্রমে সব দোকান উচ্ছেদ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা সাহাব মিয়া গ্রেফতার, এলাকায় মিস্টি বিতরণ

সন্দ্বীপে অবৈধ দোকানঘর উচ্ছেদ

Update Time : 08:51:59 pm, Sunday, 25 August 2024

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনাম নাহার মোড় ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরে ইউপি থেকে দক্ষিণে দীর্ঘদিন বিরোধ থাকা তিনটি দোকান ঘর উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।

২৫ আগষ্ট রবিবার বিকেল ৪ টায় প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর ১০/১২ সদস্য, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প পরিচালক মোঃ ইসমাইল, সন্দ্বীপ থানার পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন, রোর্ডছেন হাইওয়ে কর্মকর্তা নাজিম উদ্দীন।

জানা গেছে সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদ হওয়ার পিছনে ৪ শতক জমি ক্রয় করেন, পরবর্তী সময়ে তার জায়গার সামনে প্রবাবশালী কয়েকজন ঘর নির্মানে করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ও কোন প্রতিকার পাননি, জনাব জনি গত বছরের জানুয়ারি মাসে এ ঘর উচ্ছেদ করার ওয়ার্ডার নোটিশ পান।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এ জায়গায় কয়েকটি দোকান তৈরি করছিল কিছু লোকজন, এ গুলি রোর্ডচের জমির উপর, উচ্ছেদ মামলা হয়েছে, অনেকদিন ধরে এটা উচ্ছেদ করার কথা ছিল, এখানে পিছনের জায়গায় একজন লোকের জায়গা ছিল, এ জায়গাটি সে লীজ নিয়েছে সওজ থেকে, যেহেতু এটা সওজের জায়গা সেটা অলরেডি আমরা উচ্ছেদ করছি, এখানের বেশিভাগ দোকান সওজের জায়গার উপর, সরকার এগুলো পর্যায় ক্রমে সব দোকান উচ্ছেদ করবে।