রাঙ্গুনিয়া উপজেলার বাইকিং সংগঠন স্কোয়াড রাইডার্স টিমের পক্ষ থেকে এক ক্যান্সার আক্রান্ত রোগী, এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে ও সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি ঘর পুনবার্সনের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগরের বিভিন্ন এলাকায় গিয়ে এসব সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠন এডমিন (প্রশাসক) ইসমাঈল হোসেন, সদস্য কামাল শিকদার, রায়হান রেজা ইমন, মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এরআগে স্কোয়াড রাইডার্স টিমের পক্ষ থেকে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার মানুষের রান্না করা খাবার ও ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়াতে ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।