চট্টগ্রামের মিরসরাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা সদরের পার্ক ইন রেস্তোরায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা শাখার আমির নুরুল কবির।
মিরসরাই উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জোরারগঞ্জ থানা শাখার সভাপতি নুরুল হুদা হামিদি, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, সাংবাদিকদের পক্ষে নুরুল আলম, আসোয়ারুল হক নিজামী, মাঈন উদ্দিন, ছাত্র শিবিরের মিরসরাই উজেলা শাখার সভাপতি আব্দুল্লা আল নোমানসহ অন্যান্য নেতারা।
মতবিনিময় সভায় জামায়াতের নেতারা বলেন, পরিবর্তিত সময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ অগ্রযাত্রায় আমরা সাংবাদিক ভাইদের আমাদের পাশে চাই। সাংবাদিকরা জাতির পথপ্রদর্শক। আমরা কাজ-কর্মে অভিবাবক হিসেবে আপনাদের পরামর্শ চাইবো। আপনারা আমাদের ভালো কাজের খবর প্রচার করবেন। মন্দ কিছু করলে অবশ্যই তার সমালোচনা করবেন।