হাটহাজারীর দক্ষিণ কুয়াইশ একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আগমন উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদে জুমা এ জশনে জুলুস পালিত হয়।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার দক্ষিণ কুয়াইশ গাউছুল আজম ও মাওলানা কফিল উদ্দিন জামে মসজিদ থেকে জুলুস উপলক্ষে একটি র্যালি গোলাপের দোকান, কাপ্তাই রাস্তার বাহার সিঙ্গল শিল্প এলাকা বোর্ড স্কুল হয়ে দক্ষিণ কুয়াইশ গাউছিয়া মঈনিয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলাদ কিয়াম শেষে এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক আল কাদের, হাফেজ মাওলানা আব্দুল খালেক আশরাফী। জুলুসে শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কুয়াইশ ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এম লোকমান হাকিম মেম্বার, একতা বন্ধু মাহফিল কমিটির সভাপতি এস্কান্দরসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের কাজি পাড়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা:) উদযাপন উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে।