চট্টগ্রামের মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “সংকেত সংস্থা”র উদ্যোগে উপজেলার ওসমানপুর, ইছাখালী ও কাটাছড়া ইউনিয়নের প্রায় ৩ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আবুরহাট বাজারে সংস্থার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংকেত ক্লাব’র প্রতিষ্ঠাতা ও বর্তমান উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাবেক ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল।
বিশিষ্ট সমাজসেবক ওমর শরিফ মানিকের পৃষ্ঠপোষকতায় সংস্থার সভাপতি পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাজাহান কবির, বিশিষ্ট আইটি প্রকৌশলি ফারিয়াল কবির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবাক দল, ৭ নং কাটাছরা ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম মিয়াজী ,৭ নং কাটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অহিদুল আলমসহ প্রমুখ।
ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।