চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্ব ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদ মাহমুদ, সমজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক আনোয়ারুল হহক নিজামী।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সাভির্স কর্মকর্তা ইমাম হোসেন, সমবায় কর্মকর্তা পল্লবী দাশ, উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক জেসমিন আক্তারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ এনজিও প্রতিনিধি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
আলোচকরা এডিসমশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। সবাই যার যার আবাসস্থল ও কর্মস্থল পরিষ্কার পরিছন্ন রাখার আহবান জানান। বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডেঙ্গু মশার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজনের আহবান জানানো হয়।