গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সমন্বয়ক মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মোল্লা বলেন,আমরা চাই হত্যা, দুর্নীতিসহ সব অপরাধের বিচার হোক। তবে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তাহলে ন্যায়বিচারের পথ রুদ্ধ হবে। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের নিকট বাজার মনিটরিংসহ মাদক , সন্ত্রাস, চুরি ছিনতাইরোধে দৃষ্টি রাখার আহবান জানান।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য সালমা আক্তার, রাকিব হোসেন, মীর মোয়াজ্জেম আলী পিল্টন, সরকারী দোহার -নবাবগঞ্জ কলেজে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নেত্রী নাফিছা আক্তার প্রমূখ।