চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং ওয়ার্ডে আজমনগর গ্রামে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
২৪ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় আজম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি
মিনহাজ উদ্দিন টিটু ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল হক সোহাগ এর যৌথ সঞ্চালনায় সাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কোম্পানি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।
এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহম্মদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইঁয়া, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের ভিপি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক , বারইয়ারহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ওয়ার্ড সভাপতি ফরজুল কবির খোকন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ ওমর ফারুক, মোঃ নাছির আহমেদ, নুর নবী মিন্টু সাবেক উপজেলা যুবদল সদস্য ফরহাদ হোসেন।
এসময় প্রধান অতিথি দিদারুল আলম মিয়াজি বলেন , গত ৫ ই আগষ্ট স্বৈরাচার পতনের পর মানুষ মুক্ত বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এবং তিনি হুশিয়ার দিয়ে বলেন দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল এটা মেনে নিবে না এবং তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।