হাটহাজারী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক (আজকের পত্রিকা) ও আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলীর মা হাসিনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহে —- রাজিউন)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার আলমপুরস্থ নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা হাসিনা বেগম পৌরসভার ৭নং ওয়াডস্থ আলমপুর গ্রামের হংস আলী চৌধুরী বাড়ির মৃত সিরাজ উদ্দিন (বাবুল) এর সহধর্মীনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন কন্যা,নাতি-নাতনী,আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার মৃত্যুতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, পৌরসভা প্রশাসক, মডেল থানার ওসি হাবিবুর রহমান, হাটহাজারী প্রেসক্লাব পরিবার, উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, হাটহাজারী শিক্ষক ফোরাম, মিরেরহাটস্থ ঝিনুক ক্লাব, হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতি, জাগৃতি ক্লাব ও জাগরণ ক্লাব পরিবার,বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, একইদিন বুধবার বাদে আছর দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা।