চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত নেতার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে চট্টগ্রাম জেলা উত্তর ছাত্রশিবির।
এক যৌথ শোক বার্তায় জেলা উত্তর সভাপতি সাজিদ চৌধুরী এবং সেক্রেটারী মাইনুদ্দীন রায়হান বলেন,গত ২৩ সেপ্টেম্বর ২৪ এ সকাল ৯:৪৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সীতাকুন্ড দক্ষিন থানা শাখার সভাপতি সীতাকুন্ড উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নেের জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বাইক এক্সিডেন্টে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা এক মেধাবী,মিষ্টভাষী, অমায়িক, দায়িত্বশীলকে হারিয়ে গভীরভাবে শোকাহত!
নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার আনোয়ার ভাই ছিলেন ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় নিবেদিতপ্রাণ কর্মী। দুনিয়াবি স্বার্থের চেয়ে তিনি সব সময় দ্বীন ও দেশের জন্য কাজ করাকেই প্রাধান্য দিতেন। চলমান ফ্যাসিবাদ হটাও আন্দোলনেও সম্মুখসারিতে ছিলেন।
ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়ে তাঁর পরিবারসহ ছাত্রশিবিরের প্রত্যেকটা জনশক্তিই গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তায়ালা তাঁর দ্বীন ও দেশের জন্য আত্মত্যাগকে কবুল করুন। উনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাঁর পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন, আমিন।”