ঢাকা নবাবগঞ্জ উপজেলাধীন ১৪টি ইউনিয়ন স্থানীয় সরকারের পরিপত্রের নির্দেশ অনুযায়ী নির্বাহী কর্মকর্তাকে আটজন ও প্যানেল চেয়ারম্যান কে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় উপজেলার নয়নশ্রী, কৈলাইল, গালিমপুর, জয়কৃষ্ণপুর, বারুয়াখালি ও বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার হয়েছে নবাবগঞ্জের ইউএনওকে।
অপরদিকে একই পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম, শোল্লা ইউনিয়ন প্যানে চেয়ারম্যান মতিন মিয়া, যন্ত্রাইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বান্দুরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জন ডি রোজারিও, কলাকোপায় বাবু লাল মোদক, আগলা ইউনিয়ন রিজু খান, চুড়াইন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটনকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদ পরিচালনা দায়িত্ব দেওয়ার হয়েছে।
নবাবগঞ্জ ইউএনও দিলরুবা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন জেলা প্রশাসকের চিঠি ইস্যুও পর থেকে এ আদেশ কার্যকর হয়েছে।