চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক প্রচারনা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রচারণায় উপস্থিত মীরসরাই উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের জেসমিন আক্তার, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক কমল দাস, হাইতকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিনসহ প্রমুখ।
উক্ত প্রচারণায় গ্রাম আদালত কি? গ্রাম আদালত কোথায় বসে? গ্রাম আদালত কাদের নিয়ে কাজ করে? গ্রাম আদালত গঠন। দেওয়ানী ও ফৌজদারী মামলার ধরন ও ফিস।মামলা নিস্পত্তির সময়কাল নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় গ্রাম আদালতের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপারে সবার সহযোগীতা কামনা করেন