হাটহাজারীতে ঐতিহ্যবাহী আমিন নার্গিস ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদে আছর হতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দঃ), ফাতেহা ইয়াজদাহুম ও পরিবারের মরহুম মরহুমাদের ইছালে সওয়াব উপলক্ষে দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরী বাড়ি প্রাঙ্গণে খতমে কুরআন, গাউছিয়া শরীফ, ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় মাহফিলে সভাপতিত্ব করবেন পাক দরবারে মূসাবীয়ার সাজ্জাদানশীল হযরতুলহাজ্ব তৈয়ুব উল্লাহ সিদ্দিকী, (মাঃজিঃআঃ), এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন,শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মদাররিস হাফেজ মাও:সৈয়দ মুহা: আবদুল লতিফ চাটগামী এবং ফরহাদাবাদ নূর আলী মিয়া জামে মসজিদের খতিব মাও: মুহা: মঈনউদ্দীন আল-কাদেরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।
আমেরিকা প্রবাসী প্রবীণ সাংবাদিক ডাঃ এম আমিন উল্লাহ বাহার চৌধুরী ও গোলে নার্গিস এবং ঐতিহ্যবাহী আমিন, নার্গিস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো:রবিউল হোসাইন চৌধুরী সাকিব ও ডক্টর লাজিনা তাসনিম চৌধুরী সামিয়া উক্ত মাহফিলে আপনাদের সকলকে অংশগ্রহণ করে মাহফিলকে সফল ও সার্থক করার অনুরোধ জানিয়েছেন।