হাটহাজারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার মুন্সি মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপরের দিকে ফটিকছড়ি হতে নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলার চাকা নামক একটি বাস (চট্টমেট্টো ব ১১-১৯২৫) পৌরসভার মুন্সি মসজিদ এলাকার অতিক্রম করার সময় নাজিরহাট মুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে গুরুতর আহত হয় চালক। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে দূর্ঘটনার পর স্থানীয় কযেকজন পেছনে ধাওয়া করে বাসটিকে হাটহাজারী বড় মাদ্রাসা সামনে হাটহাজারী অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে আটক করা করে।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ ওবায়দুল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জানান, গুরুতর আহতকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো নাম পরিচয় জানা সম্ভব হয়নি তবে আমি থানায় যাচ্ছি পরবর্তী আপডেট পেলে জানাবো হবে বলেও জানান তিনি।
প্রসংগত, গতকাল মঙ্গলবার বিকালের দিকে হাটহাজারী মেডিকেল গেইট এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় অবৈধ চাঁদের গাড়ীর ধাক্কায় নুর জাহান (৭০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। আহত নুর জাহান পৌরসভার আব্বাসিয়াপুল সংলগ্ন এলাকার মৃত রফিক এর স্ত্রী। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানা গেছে।