রাঙ্গুনিয়া উপজেলার লালানগর হয়রত ইমাম বুখারী (রহ.) বহুমুখী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মমতাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মাদ্রাসার হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক কে. এইচ.এম. নুর উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম। শিক্ষক আনিসুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসান মুরাদ, খোরশেদ আলম তালুকদার, লালানগর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার শাহ আলম, রমিজ উদ্দিন, মরহুম মমতাজুল হকের পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ছেলে এডভোকেট মনসুর আলম।
মাহফিলে আলোচনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দারুল উলুম মাদ্রাসার রধান মুফাসসির মাওলানা আনোয়ার হোসেন।