চট্টগ্রাম 8:21 pm, Friday, 8 August 2025

রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময়

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার উভয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে চন্দ্রঘোনার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করার বিষয়টি প্রাধান্য পায়।

সভায় জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়ার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় জামায়াতের পক্ষে বক্তব্য দেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী আমীর হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দীন, আবদুল গফুর, যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন বাবু, রাশেদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।

এদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া শাখার আহবায়ক অরুপ চৌধুরী, সদস্য সচিব হারাধন দাশ, সাবেক সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ দাশ, অমলেন্দু, পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনু দাশ, সাধারণ সম্পাদক টিটু সেন, সাবেক সভাপতি তপন কুমার দত্ত, বিভূতি ভূষন সেন, সাবেক সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, রীটন কান্তি দাশ, সাবেক সহ সভাপতি বিজয় সেন, ওম প্রকাশ দে প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তারা জানান, বিগত সময়ে জামায়াতের প্রতি আমাদের যে বিরূপ ধারণা ছিল, সেটা এই প্রোগ্রাম সম্পূর্ণ ভূল প্রমাণ করেছে। তাছাড়া জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান এমন একজন মানুষ, তার কথাগুলি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার নেতৃত্বে সম্প্রতি সারাদেশে জামায়াতে ইসলামী যেভাবে হিন্দুদের পাশে ছিলো তা স্বীকার না করলে অকৃতজ্ঞ হয়ে যাবো। আগে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে জামায়াতের সাথে আমাদের সখ্যতা গড়ে না ওঠলেও এখন সে বাঁধা আর নেই।

জামায়াতের নেতৃবৃন্দরা জানান, জামায়াতে ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনীতি করে না।জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক। যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালগু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে। এসময় রাঙ্গুনিয়া বিভিন্ন পূজা মণ্ডপে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনের সাথে তাদের তিনটি টিম কাজ করবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

উল্লেখ্য রাঙ্গুনিয়া উপজেলার এবার ১৬২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“নবদিগন্ত মিরসরাই”র কার্যকরী কমিটি গঠিত

রাঙ্গুনিয়ায় পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময়

Update Time : 03:27:02 pm, Friday, 4 October 2024

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার উভয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে চন্দ্রঘোনার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করার বিষয়টি প্রাধান্য পায়।

সভায় জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়ার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় জামায়াতের পক্ষে বক্তব্য দেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী আমীর হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দীন, আবদুল গফুর, যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন বাবু, রাশেদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।

এদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া শাখার আহবায়ক অরুপ চৌধুরী, সদস্য সচিব হারাধন দাশ, সাবেক সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, সাবেক সাধারণ সম্পাদক দিলীপ দাশ, অমলেন্দু, পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনু দাশ, সাধারণ সম্পাদক টিটু সেন, সাবেক সভাপতি তপন কুমার দত্ত, বিভূতি ভূষন সেন, সাবেক সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সাহা, রীটন কান্তি দাশ, সাবেক সহ সভাপতি বিজয় সেন, ওম প্রকাশ দে প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তারা জানান, বিগত সময়ে জামায়াতের প্রতি আমাদের যে বিরূপ ধারণা ছিল, সেটা এই প্রোগ্রাম সম্পূর্ণ ভূল প্রমাণ করেছে। তাছাড়া জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান এমন একজন মানুষ, তার কথাগুলি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার নেতৃত্বে সম্প্রতি সারাদেশে জামায়াতে ইসলামী যেভাবে হিন্দুদের পাশে ছিলো তা স্বীকার না করলে অকৃতজ্ঞ হয়ে যাবো। আগে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে জামায়াতের সাথে আমাদের সখ্যতা গড়ে না ওঠলেও এখন সে বাঁধা আর নেই।

জামায়াতের নেতৃবৃন্দরা জানান, জামায়াতে ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনীতি করে না।জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক। যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালগু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে। এসময় রাঙ্গুনিয়া বিভিন্ন পূজা মণ্ডপে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনের সাথে তাদের তিনটি টিম কাজ করবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

উল্লেখ্য রাঙ্গুনিয়া উপজেলার এবার ১৬২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।