চট্টগ্রাম 11:40 pm, Thursday, 3 July 2025

রাঙ্গুনিয়ার লালানগরে জোরপূর্বক জায়গা দখলে রাখার অভিযোগ

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর বেরীবাঁদ এলাকায় নাছিমা আকতার(৪৫) নামে এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) ভূক্তভোগী জায়গায় মালিক মো. নুরুল ইসলাম নুরুদ্দিন মেম্বার রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাছিমা আকতার নামে ওই নারীর জায়গাটির প্রকৃত মালিক থেকে নুরুদ্দিন কিনে নেয়। কিন্তু ভয়ভীতি দেখিয়ে ওই নারী দীর্ঘদিন অবৈধভাবে জায়গাটি ভোগদখল করে আসছিল। অভিযোগের দিন নাছিমা আকতারকে জায়গা ছেড়ে দিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে নুরুদ্দিনকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

নুরুদ্দীন আরো জানান, নাছিমা আক্তার নামে ওই নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ নিয়ে মাদক ও নারী ব্যবসায়ের সাথে যুক্ত ছিল। বিষয়টি এলাকার সবাই অবগত আছেন। তাদের এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখাতো। এছাড়া ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, নাছিমা আকতার নামে ওই নারী দীর্ঘদিন যাবত ঘরটি ব্যবহার করে বিভিন্ন অসামাজিক ও অপকর্ম করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে থানা, মামলা ও হত্যার হুমকি দেয়া হতো। তার ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। সর্বশেষ তার ঘরে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে নাছিমা আক্তারকে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ইরফান রাজীব জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ অভিযোগ করেছে। তবে প্রাথমিক তদন্তে জায়গাটির মালিক নুরুদ্দিন বলে মনে হলো। তবে অন্য অভিযোগে যেহেতু দখলে থাকা ঘর ভাংচুরের অভিযোগ এসেছে তাই বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছাইফ-এর উদ্যোগে ইউএনও রিগ্যান চাকমাকে হৃদয়বিদারক বিদায়ী সংবর্ধনা

রাঙ্গুনিয়ার লালানগরে জোরপূর্বক জায়গা দখলে রাখার অভিযোগ

Update Time : 09:41:23 pm, Wednesday, 9 October 2024

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর বেরীবাঁদ এলাকায় নাছিমা আকতার(৪৫) নামে এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) ভূক্তভোগী জায়গায় মালিক মো. নুরুল ইসলাম নুরুদ্দিন মেম্বার রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নাছিমা আকতার নামে ওই নারীর জায়গাটির প্রকৃত মালিক থেকে নুরুদ্দিন কিনে নেয়। কিন্তু ভয়ভীতি দেখিয়ে ওই নারী দীর্ঘদিন অবৈধভাবে জায়গাটি ভোগদখল করে আসছিল। অভিযোগের দিন নাছিমা আকতারকে জায়গা ছেড়ে দিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে নুরুদ্দিনকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

নুরুদ্দীন আরো জানান, নাছিমা আক্তার নামে ওই নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ নিয়ে মাদক ও নারী ব্যবসায়ের সাথে যুক্ত ছিল। বিষয়টি এলাকার সবাই অবগত আছেন। তাদের এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখাতো। এছাড়া ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, নাছিমা আকতার নামে ওই নারী দীর্ঘদিন যাবত ঘরটি ব্যবহার করে বিভিন্ন অসামাজিক ও অপকর্ম করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে থানা, মামলা ও হত্যার হুমকি দেয়া হতো। তার ভয়ে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। সর্বশেষ তার ঘরে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে নাছিমা আক্তারকে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ইরফান রাজীব জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষ অভিযোগ করেছে। তবে প্রাথমিক তদন্তে জায়গাটির মালিক নুরুদ্দিন বলে মনে হলো। তবে অন্য অভিযোগে যেহেতু দখলে থাকা ঘর ভাংচুরের অভিযোগ এসেছে তাই বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।