চট্টগ্রাম 12:31 am, Saturday, 19 July 2025

“আমরা অস্ত্র নয়, কলম চাই” – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,”যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয়। তাই আমরা অস্ত্র নয়, কলম চাই। আমিও তো পড়া লেখা করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তখন তো এমন কোন রাজনীতি কিংবা অস্ত্র ছিলো না। ছিলো শুধু কলম আর পড়া লেখা। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কলম নেই, আছে অস্ত্র। এমন শিক্ষা ব্যবস্থা চাই না। ”

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ২:৪০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় এবং কামিল (তাফসির,হাদিস,ফিকাহ ও আদব) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। সবারই ভুল আছে। তাই আমারও ভুল হতে পারে। ভুল হলে সংশোধনের জন্য পরামর্শ দেবেন। ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না। বরং হাজীদের সেবা দেয়। আমি হজ্বের খরচ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমরা সৌদি আরবের সরকারের সাথে কথা বলেছি। জাহাজে করে হজে যাওয়ার ব্যাপারে সৌদি সরকারের সাথে কথা বলেছি। এতে সৌদি সরকারের কোন আপত্তি নেই। এ বছর না পারলেও আগামী বছর ইনশাআল্লাহ জাহাজে করে হজে যাওয়া যাবে বলেও জানান তিনি।

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিক্বত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান , উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ার লালানগর বিএনপির মশাল মিছিল

“আমরা অস্ত্র নয়, কলম চাই” – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Update Time : 08:07:06 pm, Monday, 14 October 2024

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,”যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয়। তাই আমরা অস্ত্র নয়, কলম চাই। আমিও তো পড়া লেখা করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তখন তো এমন কোন রাজনীতি কিংবা অস্ত্র ছিলো না। ছিলো শুধু কলম আর পড়া লেখা। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কলম নেই, আছে অস্ত্র। এমন শিক্ষা ব্যবস্থা চাই না। ”

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ২:৪০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময় এবং কামিল (তাফসির,হাদিস,ফিকাহ ও আদব) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। সবারই ভুল আছে। তাই আমারও ভুল হতে পারে। ভুল হলে সংশোধনের জন্য পরামর্শ দেবেন। ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না। বরং হাজীদের সেবা দেয়। আমি হজ্বের খরচ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমরা সৌদি আরবের সরকারের সাথে কথা বলেছি। জাহাজে করে হজে যাওয়ার ব্যাপারে সৌদি সরকারের সাথে কথা বলেছি। এতে সৌদি সরকারের কোন আপত্তি নেই। এ বছর না পারলেও আগামী বছর ইনশাআল্লাহ জাহাজে করে হজে যাওয়া যাবে বলেও জানান তিনি।

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিক্বত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান , উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকেই।