চট্টগ্রাম 6:59 pm, Saturday, 12 July 2025

সন্দ্বীপে এইচএসসির ফলাফল বিপর্যয় পাসের হার ৪৮.১৫

ভিন্ন রকমের’ ফলাফলেও সন্দ্বীপ উপজেলায় এ বছর পাসের হার কমেছে, এবার পরীক্ষার্থীদের একাংশের চাপের মুখে মাঝপথে বাতিল করা হয়েছে এইচএসসিতে স্থগিত হয়ে পড়া কয়েকটি বিষয়ের পরীক্ষা।, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে এস এস সি সমমানের পরিক্ষা বিবেচনায় ।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও তিনটি ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৭৩০ জন জন পাশ করছে ৮৩৩, জিপিএ ৫ পেয়েছে ১৩ জন, গড় পাশের হার ৪৮.১৫। ২০২২ সালে সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরিক্ষায় পাশের হার ছিল ৬৭.১৭ ও ২০২৩ সালে ৬৩.০৪ শতাংশ। এবার পাশের হার ও জিপিএ ৫ উভয় কমেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) বেলা ১১ টায় সারাদেশে এক সাথে উক্ত পরিক্ষায় ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৬৩৩ পাশ করছে ২৯৪ জন, পাশের হার ৪৬.৪৫ জিপিএ ৩ পেয়েছে ৫ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে মোট পরিক্ষার্থী ৩৩৭ পাশ করছে ১৯৮ জান পাশের হার ৫৯.০৫ জিপিএ ৫ পেয়েছে ১ জন।

সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ৩০৫ জন পাশ করছে ১৪৪ জন পাশের হার ৪৭.২১জিপিএ ৫ পেয়েছে ০৪ জন। উত্তর সন্দ্বীপ কলেজ মোট পরিক্ষার্থী ২১৪ জন পাশ করছে ৭৯ জন পাশের হার ৩৬.৯২ জিপিএ পেয়েছে ০৩ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৫১ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৮০.৭৬ জিপিএ ৫ নেই ।

আবুল কাশেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৬৭ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৩৮.৮১ জিপিএ ৫ নেই। বশিরিয়া আহমেদীয়া আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩৭ জন পাশ করছে ২০ জন পাশের হার ৫৪.০৫ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩১ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৪৫.১৩. জিপিএ পেয়েছে ১ জন । কাটঘর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী ৫৫ জন পাশ করছে ৩১ জন পাশের হার ৫৬.৩৬, জিপিএ ৫ পেয়েছে ১ জন।

সন্দ্বীপে এইচএসসির ফলাফল বিপর্যয় বিষয়ে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, শিক্ষার্থীদের উপর শিক্ষকদের নিয়ন্ত্রণহীনতা, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শিক্ষায় রাষ্ট্রীয় দূর্বল কাঠামো এর মূল কারণ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা ও সম্মাননা

সন্দ্বীপে এইচএসসির ফলাফল বিপর্যয় পাসের হার ৪৮.১৫

Update Time : 10:40:25 pm, Tuesday, 15 October 2024

ভিন্ন রকমের’ ফলাফলেও সন্দ্বীপ উপজেলায় এ বছর পাসের হার কমেছে, এবার পরীক্ষার্থীদের একাংশের চাপের মুখে মাঝপথে বাতিল করা হয়েছে এইচএসসিতে স্থগিত হয়ে পড়া কয়েকটি বিষয়ের পরীক্ষা।, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে এস এস সি সমমানের পরিক্ষা বিবেচনায় ।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও তিনটি ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৭৩০ জন জন পাশ করছে ৮৩৩, জিপিএ ৫ পেয়েছে ১৩ জন, গড় পাশের হার ৪৮.১৫। ২০২২ সালে সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরিক্ষায় পাশের হার ছিল ৬৭.১৭ ও ২০২৩ সালে ৬৩.০৪ শতাংশ। এবার পাশের হার ও জিপিএ ৫ উভয় কমেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) বেলা ১১ টায় সারাদেশে এক সাথে উক্ত পরিক্ষায় ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৬৩৩ পাশ করছে ২৯৪ জন, পাশের হার ৪৬.৪৫ জিপিএ ৩ পেয়েছে ৫ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে মোট পরিক্ষার্থী ৩৩৭ পাশ করছে ১৯৮ জান পাশের হার ৫৯.০৫ জিপিএ ৫ পেয়েছে ১ জন।

সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ৩০৫ জন পাশ করছে ১৪৪ জন পাশের হার ৪৭.২১জিপিএ ৫ পেয়েছে ০৪ জন। উত্তর সন্দ্বীপ কলেজ মোট পরিক্ষার্থী ২১৪ জন পাশ করছে ৭৯ জন পাশের হার ৩৬.৯২ জিপিএ পেয়েছে ০৩ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৫১ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৮০.৭৬ জিপিএ ৫ নেই ।

আবুল কাশেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৬৭ জন পাশ করছে ২৬ জন পাশের হার ৩৮.৮১ জিপিএ ৫ নেই। বশিরিয়া আহমেদীয়া আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩৭ জন পাশ করছে ২০ জন পাশের হার ৫৪.০৫ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩১ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৪৫.১৩. জিপিএ পেয়েছে ১ জন । কাটঘর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী ৫৫ জন পাশ করছে ৩১ জন পাশের হার ৫৬.৩৬, জিপিএ ৫ পেয়েছে ১ জন।

সন্দ্বীপে এইচএসসির ফলাফল বিপর্যয় বিষয়ে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, শিক্ষার্থীদের উপর শিক্ষকদের নিয়ন্ত্রণহীনতা, দুর্বল পরিচালনা পর্ষদ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শিক্ষায় রাষ্ট্রীয় দূর্বল কাঠামো এর মূল কারণ