চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের ঝটিকা হামলা করে একটি রেস্টুরেন্ট ভাঙচুরের পর নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মিরসরাই পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’তে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোন নিয়ে যায়।
মিরসরাই ক্যাফের ম্যানেজারের মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শুক্রবার রাতে মুখে মাস্ক পরে ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ রেস্টুরেন্টে প্রবেশ করে হাতে থাকা লাঠিসোঠা, চাইনিজ কুড়াল, লোহার রড় নিয়ে এলোপাথারি ভাঙচুর করে। এই সময় প্রতিষ্ঠানের ক্যাশবক্সে থাকা নগদ ৬০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও কম্পিউটার হার্ডডিস্ক ও কাস্টমার থেকেও মোবাইল নিয়ে যায়। এই ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই ক্যাফের সত্ত্বাধিকারী সাফাত ইশতিয়াক বলেন, ঘটনাটি আমার জন্য খুবই বিব্রতকর । আমার সাথে এলাকার কারো কোন শত্রুতা নেই এবং কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। কেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেছে আমি কিছু জানিনা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন, মিরসরাই ক্যাফে রেস্টুরেন্ট ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শুক্রবার রাতে ১০/১৫ জনের একটা গ্রুপ নাস্তা করতে এসে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে তারা ছাত্র নাকি অন্য কেউ জানা যায়নি।
তিনি আরও বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।