আত্মকর্মসংস্থান এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ৭ দিন ব্যাপি হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে চন্দ্রঘোনার বারঘোনিয়া গেইট সংলগ্ন একটি প্রশিক্ষণ ক্লাবে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির, কাপ্তাই প্রেস ক্লাব সদস্য সাংবাদিক অর্ণব মল্লিক।
এসময় অতিথিরা প্রশিক্ষনে অংশ নেওয়া যুবক-যুব মহিলাদের উদ্দেশ্যে বলেন, হাঁস মুরগী পালন এর প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এতে করে হাঁস মুরগি পালন এর মাধ্যমে বেকার যুবক- যুব মহিলারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জীবন মান উন্নয়ন করতে পারবে।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর এই প্রশিক্ষনে উপজেলার ৩০ জন যুবক- যুব মহিলা হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষন নিয়েছে। সমাপনী অনুষ্ঠানে তাঁদের যাতায়াত ভাতা ও প্রদান করা হয়েছে।