চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি’র কেন্দ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় বারিয়ারহাট বিএনপি সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন মামলা দায়ের করেছেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে মামলার এজহারে ১ নং আসামী করা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে চট্টগ্রাম -১ আসনের সাবেক সাংসদ মাহবুব উর রহমান রুহেলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা (নং-১৩) দায়ের করা হয়।
মামলায় ২৬ নম্বর আসামী বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নিজাম উদ্দিন কমিশনারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বারইয়ারহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর ২০২৩ ইং: বিএনপির কেন্দ্রীয় নেতাদের রোড মার্চ ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যেখানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০০-১৫০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা মামলার আসামী। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে আদালতে প্রেরন করা হয়েছে।