চট্টগ্রামের মিরসরাইয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ছয় ব্যবসায়ীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানার পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, কৃষি কর্মকর্তা প্রতাফ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদসহ জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 



















