স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হলেন এডভোকেট সরওয়ার নিজামী।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) পরিচালক পষর্দের এক অনলাইন সভায় সাবেক নির্বাহী পরিচালক মো: ইউনুচ নূরী পদত্যাগ করলে পদটি শূন্য হয় ।
এই সময় কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে আগামী এজিএম পর্যন্ত নির্বাহী পরিচালক মনোনীত হন জনাব সরওয়ার নিজামী । এতে কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে মো: মামুনুর রশিদ মামুনকে প্রধান নির্বাচন কমিশনার ও মো: নাজিম উদ্দিন, মো: সাঈদ হাসান অভি কে সহযোগী কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মো: ইউনূচ নূরী, মনজুরুল ইসলাম রায়হান, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, আবদুর রহিম, মামুনুর রশিদ মামুন, সরওয়ার নিজামী, নাজিম উদ্দিন, আসিবুল ইসলাম বাবু, সাঈদ হাসান অভি, আবদুল আওয়াল পারভেজ,ওমর ফারুক, জাহিদুল ইসলাম প্রমুখ