সারাদেশের ন্যায় সন্দ্বীপে ও স্কুলগামী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার মাইটভাংগা ইউনিয়নের চৌধুরী বাজার মাইটভাংগা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস ।
মাইটভাংগা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মি ও স্কুলের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলায় এবছর ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সন্দ্বীপের ২৩০ কে কেন্দ্রে (স্কুল মাদ্রাসা) ১৭ হাজার ৩৬৫ জন কিশোরীকে এ টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মস‚চি সফল করতে ইতপূর্বে বিভিন্ন স্থানে অবহিত করন সভা করা হয়।