চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফ্যাসিবাদেরর দোষরদের বিচারের দাবীতে বিকালে ৩ ঘটিকায় উপজেলার মিঠাছরা বাজারের ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক অংশে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহন করে মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক শেখ তারিফুল ইসলাম তারেক,সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু,আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব আশরাফুল হক, মিরসরাই পৌরসভা ছাত্রদল নেতা সালাউদ্দিন কাদের, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন শরীফ, সদস্য আবু শাহাদাত সায়েম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা আতিফ জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহাগ,ধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিব,করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলি হায়দার সজীব, সহসভাপতি হ্রদয়, ইছাখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন তারেক, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল, নোমান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন,নাজিম, ফখরুলসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী ১৭ বছর অবৈধ ক্ষমতা আরোহনকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার অনুসারী ছাত্র লীগ, যুবলীগ, আ’লীগ ও সকল সহযোগীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র জনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে।