রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারে গাজী ফার্মেসির শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বাজারের পূর্ব গলিতে অবস্থিত দোকানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মিনহাজ উদ্দীন, মোহসেন উদ্দীন, মো. হারুন, মো.ইসমাঈল, আহমদ হোসেন, মো. ইলিয়াছ, আবদুল মজিদ, চিকিৎসক বাবলু কান্তি দাশ, গাজী ফার্মেসির সত্বাধীকারী শওকত ওসমান সামুন।
সত্বাধীকারী শওকত ওসমান সামুন বলেন, মূলত সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে ঔষধের ফার্মেসী দিয়েছি। এখানে সবাই ন্যায মূল্যে ঔষধ পাবেন। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে প্রতারিত হন অনেকে। আশা করি এখানে এ ধরনের ভোগান্তিতে কেউ পরবে না। এছাড়া এখানে নিয়মিত একজন চিকিৎসক চিকিৎসা সেবা দিবেন।