বাংলাদেশে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের উদ্যেগে ২০০৬ সালের ২৮ অক্টোবর শহীদদের স্মরণে পথ সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার প্রাণ কেন্দ্র এনাম নাহার হাই স্কুলের মোড়ে এ পথসভার
প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন শিকদার।
যুব বিভাগ সন্দ্বীপ উপজেলার সভাপতি মাকছুদুর রহমানের সভাপতিত্বে যুব বিভাগ সেক্রেটারি মোহাম্মদ ছায়েদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলার সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মু. ইউছুফ বিন আবু বকর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি কেফায়েত উল্যাহ প্রমুখ।
পথসভায় প্রধান অতিথি আলাউদ্দিন শিকদার বলেন – ২০০৬ সালের চারদলীয় জোট সরকার ক্ষমতার পাঁচ বছর পূর্ণ করবে এ উপলক্ষে ২৮ অক্টোবর জামায়াতের শান্তিপূর্ণ জনসভা ছিল।কিন্তু বিদেশীদের তাবেদার,আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পল্টনে পাল্টা সমাবেশ ডেকেছে।সমাবেশে খুনি হাসিনা যার যা কিছু আছে, লগি-বৈঠা নিয়ে পল্টনে হাজির হবার নির্দেশ দেন।সে দিন তারা জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশকে রক্তাক্ত করার জন্য লগি-বৈঠার সমাবেশ ডেকে রক্তাক্ত পল্টন স্থাপন করেছিল।আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মধ্য দিয়ে ২৮ অক্টোবর শহীদের বদলা নেয়া হবে জানান তিনি।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 


















