হাটহাজারীতে একটি চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনস্থ জিরো পয়েন্ট এলাকায় সড়কের উপর এ দূর্ঘটনা ঘটে।
কারের চালক মানিক জানান, গাড়িটি চালিয়ে আমি হাটহাজারীর দিকে আসার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে হঠাৎ করে পিছনের সিটের দিকে আগুন ধরে যায়, কেন কিভাবে আগুন ধরেছে সেটা বুঝতে পারছিনা।
স্থানীয়রা জানান, নগরী থেকে হাটহাজারীর দিকে আসার সময় চলন্ত কারটিতে (ঢাকা মেট্টো গ ২৭-৫৫৬৮) আগুন লাগলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে উপস্থিত হয়।
হাটহাজারী বাস স্টেশনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আমিনুল ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে।