“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় যুব দিবস উৎযাপন’২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে’২৪ উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
সংগঠক ও উদ্যোক্তা হাসান সাইফুদ্দীনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠন পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিবৃন্দ ও সংগঠক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।