“সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা নবাবগঞ্জ উপজেলা জাতীয় সমবায় দিবস উৎযাপন’২৪ উদযাপিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে’২৪ উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নবাবগঞ্জ ঢাকা ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাব মো: জুয়েল (সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মুহাসিন মাঝি (উপ প্রকল্প কর্ম কর্তা, পজীপ, বিআরডিবি, জনাব মো: কোরবান আলী (এফ.ও, পজীপ,বিআরডিবি। সম্পা আক্তার (অফিস সহকারী বিআর ডিবি)
অনুষ্ঠানের শুরুতে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে জনাব মমিনুল ইসলাম নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবং সমাপনী বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলরুবা ইসলাম।
অনুষ্ঠানে সফল সমবায় আত্মকর্মী, সমবায় করে সফলতা অর্জনকারী সকলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র / আন্দোলনে নিহত ব্যাক্তিদের আত্মার শান্তির কামনা করে দোয়া করা হয়।
এছাড়া জাতীয় সমবায় দিবস উৎযাপন উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।