চট্টগ্রাম 4:01 am, Sunday, 13 July 2025

“শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা দেয়া রাষ্ট্রের দায়”- উপদেষ্টা ফারুক ই আজম

অন্তর্বর্তী সরকারের দূর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন, উপযুক্ত শিক্ষার অভাবে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি। শিক্ষা আমাদের অধিকার, এটা কারো কাছে চেয়ে নেয়ার বিষয় নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা দেয়াটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র দিতে পারছে না বলে নানা উদ্যোগে, আয়োজনে ব্যক্তি পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্য হচ্ছে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। সে অভিযাত্রায় আপনারা শামিল হয়েছেন। এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলের সৃষ্টি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ির জন্য নয়, এটা পুরো এলাকার জন্য। তবে স্কুলটি প্রতিষ্ঠার জন্য জায়গাটি গুল মোহাম্মদ চৌধুরী দিয়েছেন তাই তাঁর নামে স্কুলটির নামকরণ করা হয়েছে।

রবিবার (০৩ নভেম্বর) বেলা একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চমেক এর প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মোরশেদুল ইসলাম চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আবুল হোসেন-জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির (উপদেষ্টা ফারুক ই আজম) মতো দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম চৌধুরী, সৈয়দ মেম্বার, এমরান হোসেন, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব আলম মাষ্টার, প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডাঃ মাহবুবুল আলম চৌধুরী, চবির হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, বিসিবির পরিচালক সাবেক ক্রিকেট খেলোয়াড় আকরাম খান, ডাঃ নেজাম মোর্শেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, সাবিনা আকরাম।

এতে সহকারী ভূমি কমিশনার, মডেল থানার ওসি মো: হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী অধ্যাপক ডাঃ সালাউদ্দিন সিদ্দিকী উজ্জল, মোরশেদুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভা অনুষ্ঠিত

“শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা দেয়া রাষ্ট্রের দায়”- উপদেষ্টা ফারুক ই আজম

Update Time : 08:35:52 pm, Sunday, 3 November 2024

অন্তর্বর্তী সরকারের দূর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন, উপযুক্ত শিক্ষার অভাবে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি। শিক্ষা আমাদের অধিকার, এটা কারো কাছে চেয়ে নেয়ার বিষয় নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা দেয়াটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র দিতে পারছে না বলে নানা উদ্যোগে, আয়োজনে ব্যক্তি পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্য হচ্ছে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। সে অভিযাত্রায় আপনারা শামিল হয়েছেন। এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলের সৃষ্টি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ির জন্য নয়, এটা পুরো এলাকার জন্য। তবে স্কুলটি প্রতিষ্ঠার জন্য জায়গাটি গুল মোহাম্মদ চৌধুরী দিয়েছেন তাই তাঁর নামে স্কুলটির নামকরণ করা হয়েছে।

রবিবার (০৩ নভেম্বর) বেলা একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চমেক এর প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মোরশেদুল ইসলাম চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আবুল হোসেন-জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির (উপদেষ্টা ফারুক ই আজম) মতো দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম চৌধুরী, সৈয়দ মেম্বার, এমরান হোসেন, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব আলম মাষ্টার, প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডাঃ মাহবুবুল আলম চৌধুরী, চবির হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, বিসিবির পরিচালক সাবেক ক্রিকেট খেলোয়াড় আকরাম খান, ডাঃ নেজাম মোর্শেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, সাবিনা আকরাম।

এতে সহকারী ভূমি কমিশনার, মডেল থানার ওসি মো: হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী অধ্যাপক ডাঃ সালাউদ্দিন সিদ্দিকী উজ্জল, মোরশেদুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।