বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি’র উদ্যােগে মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারে মাঝে বিশ হাজার করে ১লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার( ২২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর এলাকার সফর আলী ঘাট মাঝি বাড়িতে ৭টি পরিবারের মাঝে এ অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) সামসুল আলম চৌধুরী, আবুর হাট মনিরুল ইসলাম মাদ্ররাসার মহা পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আজহার উদ্দীন, এফ,আই,কে প্রোপাটিজ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এর উপদেষ্টা জিয়া উদ্দীন বাবলু, ম্যানেজার জিয়াউর রহমান, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ আলী, কাটাছরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মমতাজ করিম মিতুল, অদম্য যুব সংঘের সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।এ সব পরিবার গুলোর মাঝে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এ সময় বিগ্রেডিয়ার জেনারেল (অব:) সামসুল আলম চৌধুরী বলেন ফখরুল ইসলাম খান সিআইপি একজন মানবিক মানুষ ,উনি প্রবাসে থেকেও দেশের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন যা সত্যিই অনুকরণীয়।