হাটহাজারী সংসদীয় আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, “অনিয়মের সাথে কোন দিন আপোষ করিনি, নির্বাচিত হলেও করবনা”।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাটহাজারী প্রেস ক্লাব এর নিজস্ব কার্যালয়ে সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মত বিনিময় কালে তিনি আরো বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। কোন সময় অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের সাথে আপোষ করিনি। নির্বাচিত হলে ও করব না। আমি নির্বাচিত হলে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। আমার নির্বাচনী এলাকাকে শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করব। এজন্য তিনি সকালের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
জানা যায়, এবার আওয়ামীলীগ প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর কৌশল নেওয়ায় এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী (কেটলি প্রতীক) এবং সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দার করিম বাবুলসহ (ঈগল প্রতীক) ২ জন।