অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ছাত্রদের বৃহস্পতিবার(২৫ এপ্রিল) বিকেল ৫টার মধ্যে এবং শিক্ষার্থীদের শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। চুয়েট প্রশাসনের একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরী সভায় এমন সিদ্ধান্ত দেওয়া হয়।
এদিকে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভপ্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা নির্দেশনার পরপরই ভিসি কার্যালয়ে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। এসময় চুয়েটের ভিতরে জব্দ থাকা “শাহ আনানত” নামে একটি বাসে আগুন লাগিয়ে দেয়। কয়েকজন শিক্ষক ক্যাম্পাস ত্যাগ করতে চাইলে তাদের বাঁধা প্রদান করা হয়।
জানা যায়, সকাল থেকে তীব্র অসহনীয় গরমের মধ্যে চতুর্থ দিনের মতো চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, এদিন বিকেলে চুয়েট প্রশাসনের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয় সভার কথা থাকলেও থাকা বৈঠকে বসেনি। বরং চুয়ের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে তারা হল ত্যাগ না করে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।