বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান শুক্রবার (২৩ জুন) সকালে ধামাইরহাট ভি.এইড পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুছা’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউনুচ মিয়া পিনু, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট আবু বক্কর চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন চৌধুরী, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমাইয়া তুর নূর বৃষ্টি, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর, অত্র পরিষদের ইউপি সদস্যবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।