চট্টগ্রাম 9:55 am, Saturday, 5 October 2024

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে ভাতা বন্ধ হয়ে যাবে – বেতাগী সমাবেশে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিলেন। বিএনপি এসে সে ভাতা দেয়ার ক্ষেত্রে প্রচন্ড অনিয়ম করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামীলীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দিবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে।”

বুধবার (১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়ার বেতাগীতে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম।
ইকবাল হোসেন সবুজ ও মো. আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিচ আজগর, আকতার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, উপদেষ্টা শাহাবুল্লাহ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশাজীবির পক্ষ থেকেও বক্তব্য দেয়া হয়।
পরে বেতাগীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে রূপসী ঝর্ণায় ২ শিক্ষার্থীর মৃত্যু

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে ভাতা বন্ধ হয়ে যাবে – বেতাগী সমাবেশে তথ্যমন্ত্রী

Update Time : 09:37:11 pm, Wednesday, 1 March 2023

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিলেন। বিএনপি এসে সে ভাতা দেয়ার ক্ষেত্রে প্রচন্ড অনিয়ম করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামীলীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দিবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে।”

বুধবার (১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়ার বেতাগীতে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম।
ইকবাল হোসেন সবুজ ও মো. আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিচ আজগর, আকতার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, উপদেষ্টা শাহাবুল্লাহ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশাজীবির পক্ষ থেকেও বক্তব্য দেয়া হয়।
পরে বেতাগীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু মঞ্চ উদ্বোধন করা হয়।