অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও সে আগুন একই ঘরে থাকা পবিত্র কোরআনকে পুড়াতে পারেনি।এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নে।
জানা যায়, রবিবার ৩০ জুলাই সকালের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডের আহনের পাড়ার সাধন সিপাহীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের ১৬ টি বসতঘরসহ ঘরে রাখা নগদ ২ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার,২ টি ফ্রিজ এবং ঘরের সমস্ত আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায় কিন্তু অক্ষত ছিল ওই পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরে রক্ষিত পবিত্র কোরআন শরীফ। এ অলৌকিক ঘটনাটি ওই এলাকায় বেশ আলোচিত হয়েছে। অনেকে ছবিটিকে ফেসবুক পেজে শেয়ার এবং ছবি তুলে সংরক্ষণ করেছেন। আগুনে আল্লাহর পবিত্র কোরআন শরিফের চারদিকে লেখা বিহীন সাদা অংশ ক্ষতি হলেও পুরো কোরআন শরিফের অক্ষরগুলো অক্ষত থেকে যায়।
অগ্নিকান্ডের সূত্রপাত দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ জানানো স্থানীয় মো.নাছির উদ্দিন রবিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে গেলেও ওই বাড়ীর আযম ও ওসমানের ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ আল্লাহর অশেষ মেহেরবানীতে রক্ষা পেয়েছে।কোরআন শরীফগুলো একনজর দেখতে আশেপাশের উৎসুক জনতা সারাদিন ওই বাড়িতে ভিড় করছিলো বলেও তিনি এ প্রতিবেদককে জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক শুনেছি কিন্তু আজ বাস্তবে দেখলাম, কোরআন শরীফ আগুনে পোড়ে না। আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন বলেও প্রতিক্রিয়ায় জানান তারা।
সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সালাউদ্দিন এ প্রতিবেদককে এ অলৌকিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।